২০০৭ সালের দিওয়ালিতে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়ার’ হাত ধরে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। একইদিনে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ মুক্তি পায়। সেবার শাহরুখের কারিশমার সামনে মুখ তুলে দাঁড়াতেই পারেন নি রণবীর। কিন্তু বর্তমানের হিসেব কিছুটা ভিন্ন। রণবীর কাপুর যেন কাটাচ্ছেন ক্যারিয়ারের শ্রেষ্ঠতম সময়, অন্যদিকে বাতাসে কান পাতলে শোনা যায় শাহরুখের ফুরিয়ে যাবার খবর। তবে শাহরুখের শেষ তিনটি চলচ্চিত্র ‘পাঠান’, ‘জাওয়ান’ এবং ‘ডাংকি’ এর জনপ্রিয়তা যেন ভিন্ন কথাই বলছে। এবার প্রায় ১৯ বছর পর শাহরুখের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন রণবীর কাপুর।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে শাহরুখের একশন থ্রিলার ফিল্ম ‘কিং’। শাহরুখের সাথে এই ছবিতে থাকছেন কণ্যা সুহানা খান এবং অভিষেক বচ্চন। একই তারিখে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। রণবীরের পাশাপাশি বানসালির ছবিতে থাকছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশলও।
শাহরুখ-সিদ্ধার্থের মতে, ২০২৬ সালের ঈদই ‘কিং’ মুক্তির উপযুক্ত সময়। এই মুহূর্তে শ্যুটিংয়ের টাইমলাইন বিবেচনা করে নির্মাতারা ২০২৬ সালের ঈদকেই টার্গেট করে এগোচ্ছেন।
এদিকে বানসালির প্রযোজনা সংস্থা বানশালি প্রোডাকশনও গত শুক্রবার ঘোষণা করেছে, তার পরবর্তী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৫ সালের ক্রিসমাসের প্রাথমিক মুক্তির তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে।
শাহরুখ-রণবীরের এই মুখোমুখি দ্বৈরথে জয় যারই হোক, বলিউডপ্রেমীদের জন্য যে তা দারুণ উপভোগ্য হবে সে বিষয়ে কারোই বিন্দুমাত্র সন্দেহ নেই।