• Please wait..

মা হলেন দিপীকা পাড়ুকোন

মা হলেন দিপীকা পাড়ুকোন

কন্যাসন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, যদিও এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি রণবীর-দীপিকা।

মা হলেন দিপীকা পাড়ুকোন

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর–দীপিকাকে। এর পরদিন শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যায় এ দম্পতিকে।

হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পেরোতেই আজ রোববার ( ৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সংসারে নতুন অতিথি আসায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনা রয়েছে দীপিকার।

ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের।

মা হলেন দিপীকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন দিপীকা-রনবীর।  ভালোবাসার পূর্ণতা দিতে ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এ হিসেবে বিয়ের দীর্ঘ ৬ বছর পর তাদের সংসারে এলো নতুন অতিথি। 

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।

শাহরুখের উপর প্রতিশোধের সুযোগ রণবীরের

২০০৭ সালের দিওয়ালিতে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়ার’ হাত ধরে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। একইদিনে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ মুক্তি পায়। সেবার শাহরুখের কারিশমার সামনে মুখ তুলে দাঁড়াতেই পারেন নি রণবীর। কিন্তু বর্তমানের হিসেব কিছুটা ভিন্ন। রণবীর কাপুর যেন কাটাচ্ছেন ক্যারিয়ারের শ্রেষ্ঠতম সময়, অন্যদিকে বাতাসে কান পাতলে শোনা যায় শাহরুখের ফুরিয়ে যাবার খবর। তবে শাহরুখের শেষ তিনটি চলচ্চিত্র ‘পাঠান’,

১৫ সেপ্টেম্বর
এবার কার প্রেমে পড়লেন পরীমণি?

এই মুহূর্তে কোনো সিনেমা নিয়ে আলোচনায় নেই পরীমণি। ব্যক্তিগত কোনো ইস্যুতেও আলোচনা সৃষ্টি করছেন না। তবে দর্শক ভক্তদের সাথে সোশাল মিডিয়ার মাধ্যমে নিয়মিতই যোগাযোগ রাখছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ফেইসবুকে তার সরব উপস্থিতি দর্শকদের মনে সৃষ্টি করছে আলোড়ন। কিছুদিন আগে ফেইসবুকে নিজের প্রোফাইলে কিছু ছবি আপ্লোড করেছিলেন পরী, যেখানে বৃষ্টির মাঝে নীল রঙের একটি শাড়ি পরা অবস্থায় বসে থাকতে দেখা যায় তাঁকে। ক্যাপ

৮ সেপ্টেম্বর
অনন্ত-রাধিকা এখন কোথায়?

খুব বেশীদিন আগের কথা নয়; এইতো, মাসখানেক আগেই সারা পৃথিবীর নজর থমকে গিয়েছিলো ভারতের মুম্বাই শহরের এক বিয়ে বাড়িতে। আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের আয়োজন যে। জুলাইয়ের ১২ তারিখ রাধিকা মার্চেন্টের সাথে বিয়ে হয় অনন্তের। এর আগে পরে এই বিয়ে নিয়ে চলতে থাকে বিস্তর আলোচনা। তবে বিয়ের পরপরই নববধূকে নিয়ে প্যারিসের উদ্দেশ্যে উড়াল দেন অনন্ত আম্বানি। প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক উপভোগ করাটাই ছিলো উদ্দেশ্য। এ খবর

২৭ আগস্ট
image
খেলার নিউজে এক নতুন মাত্রা যোগ করলো স্পোর্টস ওয়াগন

৩০ মে