অনন্ত-রাধিকা এখন কোথায়?
খুব বেশীদিন আগের কথা নয়; এইতো, মাসখানেক আগেই সারা পৃথিবীর নজর থমকে গিয়েছিলো ভারতের মুম্বাই শহরের এক বিয়ে বাড়িতে। আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের আয়োজন যে।
জুলাইয়ের ১২ তারিখ রাধিকা মার্চেন্টের সাথে বিয়ে হয় অনন্তের। এর আগে পরে এই বিয়ে নিয়ে চলতে থাকে বিস্তর আলোচনা।
তবে বিয়ের পরপরই নববধূকে নিয়ে প্যারিসের উদ্দেশ্যে উড়াল দেন অনন্ত আম্বানি। প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক উপভোগ করাটাই ছিলো উদ্দেশ্য। এ খবর চাউর হলে নেটিজেনরা ধারণা করেন সেখানেই হানিমুনটা সেরে নিচ্ছেন অনন্ত-রাধিকা জুটি।
কিন্তু এখানেই থেমে নেই সময়ের আলোচিত এই জুটি। বিয়ের আয়োজনে বিপুল খরচের পর, হানিমুনের বেলাতেও একই পথে হাটছেন অনন্ত আম্বানি। জানা গেছে গত ১ আগস্ট প্যারিস থেকে কোস্টারিকা চলে যান অনন্ত ও রাধিকা।
এই জুটি কোস্টারিকার গুয়ানাকাস্তের কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টে আনন্দঘন মুহূর্ত পার করছেন বলে শোনা যায়।

casa las olas four seasons
কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টটি একটি পাঁচতারকা হোটেল। রয়েছে ছয়টি বেডরুম। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এ রিসোর্টটি ১৮ হাজার ৪৭৫ স্কোয়ার ফিটের ওপর দাঁড়িয়ে। রিসোর্টটি দেড় একরের জায়গার ওপর ।প্রশান্ত মহাসাগরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় রিসোর্টের ঘর থেকে।

casa las olas four seasons
এখানে শিশুদের জন্যও বিশেষ ঘর আছে। এ ছাড়া সুইমিংপুল আছে। অতিথিরা চাইলে বেশি খরচ করে ব্যক্তিগত শেফ, প্রাইভেট বার সব ব্যবহার করতে পারবেন। সেই রিসোর্টে এক রাতের খরচ ৩০ হাজার পাউন্ড। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩৫ লাখ টাকার সমান।